Description
শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ তো বটেই এমনকি বিশ্বনাট্য অঙ্গনে সোচ্চারে উচ্চারিত এক নাম বাদল সরকার। নাট্যচর্চায় এক বিকল্প চিন্তার নাম বাদল সরকার। নাট্যজগতের পরতে পরতে বির্তকের নাম বাদল সরকার। যাঁর সম্পর্কে আর একজন নাট্যকার এবং অভিনেতা উৎপল দত্ত বলেছিলেন, “লোকটা থিয়েটার করতে জানে না। তাই শারীরিক কসরত দেখিয়ে আসর দখল করতে চাইছে।” যদিও এর কোনও কিছুই তাঁকে দমাতে পারেনি। প্রসেনিয়াম থিয়েটার ছেড়ে মাটিতে নেমে এসে মানুষের ভিড়ে মিশে যখন ছড়িয়ে দিতে চেয়েছেন নাটক, প্রবল সমালোচনার মুখে পড়েছিল তাঁর সেই নাট্য আন্দোলন বা নাট্য আদর্শ। যাকে তিনি বলতেন ‘থার্ড থিয়েটার’। গড়েছিলেন দল ‘শতাব্দী’। তার ‘পর মঞ্চের আলো-ছায়া বৃত্ত ছেড়ে নাটক নিয়ে ছড়িয়ে পড়েছিলেন পথে-ঘাটে-মাঠে-প্রান্তরে। কার্জন পার্কে তাঁর ‘মিছিল’ দেখতে জড়ো হয়েছিলেন দশ হাজার মানুষ। বাইরে তখন ‘বাদল উৎসব’ চলছে। অমল পালেকরের মতন দেশের বিশিষ্ট নাট্যকার-অভিনেতারা জড়ো হচ্ছেন কলকাতায়। আর ভেতরে লিকার চা আর ইনহেলার নিয়ে নির্লিপ্তভাবে প্রায় নিঃশব্দে বিস্ফোরণ ঘটালেন তিনি। সেই ঐতিহাসিক বিস্ফোরণের সাক্ষী এই বই।
বাদল সরকারের শেষ রূদ্ধশ্বাস সাক্ষাৎকার
সবুজ মুখোপাধ্যায়, বন্দীকিশোর মিত্র
Reviews
There are no reviews yet.