Sourav Bhattacharya
জন্ম ১৯৭৬। হাওড়ার সালকিয়ায়। বর্তমান নিবাস হালিশহর। বিজ্ঞানে স্নাতক। পেশা শিক্ষকতা। প্রিয় বিষয় দর্শন ও মনোবিজ্ঞান। সেই বিষয়কে কেন্দ্র করেই তার পড়াশোনা এগিয়ে চলেছে সর্বস্তরে, সর্ববিষয়ে।
সাহিত্য জীবন শুরু কবিতা দিয়ে। চারপাশের গতিপ্রকৃতি এবং মনের আলো-অন্ধকারের স্তরকে জানতে গিয়ে লেখা হয় প্রবন্ধ। জাগ্রত বিবেক জন্ম দেয় একের পর এক নিবন্ধের। মাটির কাছাকাছি থাকা মানুষের আনন্দ-বেদনার কথা লিখতে গিয়েই জন্ম গল্পের। নিজের আশেপাশে চোখে পড়া আটপৌরে মানুষদের অন্তরে জমে থাকা কথা ধরা দেয় মনে, জমা হয় হৃদয়ে। সে কথা জ্বালা ধরায়, পোড়ায়, ব্যথা দেয়, ভাবায়, অসহায় বোধ করায়, হাসায়। সে অনুভূতি ভুলতে চাইলেও ভোলা যায় না। অতঃপর তা রূপ নেয় অণুগল্পে, বড়গল্পে, উপন্যাসে। সংযত ভাষায়, বৃহৎ পরিসরে। এমনিভাবেই তাদের মাঝখান থেকেই একদিন উঠে আসে গোঁসাই, তাদের মানবপুত্র। গোঁসাই তার প্রাণের মানুষ, তাদের মার্গদর্শক। তুচ্ছাতিতুচ্ছ বিষয়ও তখন আর তার কাছে হেলাফেলার নয়। সেগুলো জীবনোত্তোরণের এক-একটা ধাপ।
‘উদ্বোধন’ পত্রিকায় প্রকাশিত হয় প্রথম কবিতা। এছাড়াও তার রচনা বিভিন্ন পত্র-পত্রিকায়, লিটল ও ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়ে চলেছে। ফেসবুকে প্রকাশিত নিয়মিত লেখাগুলো বিদগ্ধ পাঠকের মনের আয়না। আর সেই লেখাগুলোর অভ্যন্তরস্থ বোধ সেতু বাঁধে লেখকে-পাঠকে। লেখা হয়ে ওঠে পাঠকের একান্ত নির্জন সঙ্গীত।
Showing the single result
Showing the single result