Description
শুনেছি নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে পাঁচটা ঢিল ছুড়লে যে বাড়িগুলোতে পড়বে, তার মধ্যে চারটি বাড়ির এমন একজনকে পাওয়া যাবেই যিনি কবিতা লেখেন বা লিখতেন। কিন্তু মুশকিলটা হল গিয়ে সবাই কবিতা লেখেন সে ভাল কথা, কিন্তু যাঁরা লেখেন তাদের মধ্যে অধিকাংশদের কেই দেখেছি নামকরা কবি ছাড়া নতুন লেখকদের কবিতার বই কম পড়তে, আর তা’ যদি পয়সা দিয়ে কিনতে হয় তাহলে তো আর কথাই নেই… ভাবটা এমন, আরে তুমি নতুন কবিতা লিখছ সেগুলো তো এখনও টবিতাই হয়ে আছে। এখনও কবিতা হয়ে ওঠেনি। আরে বাবা, আমি কবিতা লিখি, ফ্রি-তে দাও, পড়ে দেখি, ওগুলো কবিতা হয়েছে কিনা তবে না…
যাঁরা কবিতা লেখেন তাদের খুব কমজনকেই দেখেছি নামকরা কবি ছাড়া নতুন কবিদের লেখা কিনে পড়তে। কী আশ্চর্য…যাকগে-
“পুরুষ কবির ব্রিফকেস ফাঁকা,
কবিতা লেখাটা ছল।”
Reviews
There are no reviews yet.