Description
গ্রাম নিয়ে আমাদের মতো শহুরে মানুষের একটা আলাদা মনে হওয়া আছে, রোমান্টিকতা আছে ।
উইকএন্ড ছুটিতে ছুট, কটেজে থাকা, পুকুরে স্নান (সাঁতার জানলে),দুপুরে ধেনো, বা মহুয়া, রাতে স্টক নিয়ে যাওয়া বিলিতি, সঙ্গে আদিবাসী মেয়ের তৈরি করে দেওয়া মুরগি রোস্ট…উলস…এসব করতে করতে দেখতে দেখতে মনে হয় গ্রামের মানুষগুলো কী সরল, কী সাদাসিধা..
হয়তো ঠিক অথবা ভুল।
ভুল ভাঙিয়েছেন অমিয় চট্টরাজ । অমিয় চট্টরাজ আদতে বীরভূমের বাসিন্দা। না, বোলপুর, শান্তিনিকতনের বীরভূম নয়। একবারে প্রত্যন্ত বীরভূমের বাসিন্দা। চোখ থাকলেই সবাই তাকাই, কিন্তু দেখি ক’জন? অমিয়বাবু সেই বিরল মানুষগুলোর মধ্যে একজন, যিনি চোখ দিয়ে দেখেন।সঙ্গে সমান তালে চলে তাঁর মস্তিষ্ক (যেটা আবার আমাদের অনেকের নেই)। গ্রামীণ জীবনে সমাজে কত পাঁক থাকে, কী ধুরন্ধর এবং কুটিল রাজনীতির চোরা স্রোত বয়ে চলে, কীভাবে, কাদেরকে কেন্দ্র করে আবর্তিত হয় গ্রামীণ অর্থনীতি তা’ ছবির মতো (আক্ষরিক অর্থে, পড়লে মনে হবে সিনেমা দেখছি) শব্দ দিয়ে ফুটিয়ে তুলেছেন তাঁর ‘গল্প সংগ্রহ’-তে।
Reviews
There are no reviews yet.