Description
আমরা, বেশিরভাগ মানুষ জীবনটাকে কাটিয়ে দিই। কিন্তু কিছু মানুষ থাকেন যাঁরা জীবনকে দেখে, শুনে, বুঝে, মেপে নেন। কুশল এবং ঋত্বিক- আমার দুই সুহৃদ, এই দ্বিতীয় শ্রেণিতে পড়েন।
ছোটোবেলার চোঙওয়ালা জিনিসটার কথা মনে পড়ে। তাতে চোখ রাখলে হরেক রকমের রঙীন নকশা দেখতে পেতাম। চোঙওয়ালা জিনিসটা ঘোরালেই ভাঙা রঙিন কাচের চুড়ি জুড়ে জুড়ে তৈরি হত সেই সব নকশা। কী আশ্চর্য! ভাঙা জিনিসও জুড়ে এত সুন্দর নকশা তৈরি হয়? ক্যালাইডোস্কোপ। কুশল এবং ঋত্বিক সেই ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়েই জীবনকে দেখে। আর ঘুরিয়ে ঘুরিয়ে তৈরী হয় ‘রোজনামচা’ আর ‘ঘুমন্তকাল’।
দুইয়ে মিলে ঘুম যায় রোজ, ঘুমন্তকালের রোজনামচা।
Reviews
There are no reviews yet.